আবারো পার হয়ে গেলো একটি বছর। 😀
কমে গেলো তোমার আমার জীবন থেকে ৩৬৫ দিন। 👤
প্রতিদিন এভাবেই জীবন থেকে এক এক দিন কমে যাচ্ছে , 👴
সাথে সাথে হারিয়ে যাচ্ছে কতো কাছে মানুষ গুলোই, 💔
কমে যাচ্ছে ভালোবাসা ভালোলাগা মানুষের সাথে থাকার সময় গুলোও,😒
আবার অনেকেই বিদায় নিচ্ছে পৃথিবী থেকে । 💞
জানিনা এর পরের বছর আবার এভাবেই লিখতে পারবোকিনা তোমায় নিয়ে ।😊
(হতেও পারে আবার ৩৬৫ দিন পার হওয়ার পূর্বেই তোমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে/ আমার)👫
___যাইহোক___
তারেই ধারাবাহিকতায় আজ এই দিনে কোন এক বছরের
কোন এক অজপারা গ্রামে তোমার জন্ম হয়েছিলো ,👶
জানিনা কোন কারনে কোন উদ্দেশ্যে তোমার জন্ম হয়েছে, 💫
তবে আমার ধারনা মতে .............. র জন্যই বোধহয় তোমার জন্ম দিছে তোমার বাবা-মা ।😉
(আর কেউ না বুঝলেও তুমি একটু হলেও বুঝবা কি বলতে চেয়েছি আমি )😜
তাদের আর কি বলবো বলো তারা তো আর ভবিষ্যৎতে জ্ঞাত না ।💀
যাই হোক আজ তোমার জন্ম দিন । 🎂
তাই প্রতিবছরের মতো এবারো শুভেচ্ছা জানাচ্ছি
_ শুভ জন্মদিন প্রিয় _ 🎂
দোয়া করি যাতে সকল আকাম-কুকাম ছেরে দিয়ে ভালো হয়ে যাওয়ার সৎ ইচ্ছেটা জন্ম নেয় তোমার মনে।
দোয়া করি যাতে আর কোন দিন তোমারে আমার কথা না শুনাইতে হয় । ( আর ভাল্লাগেনা )😝
এত কিছু বলার পরেও আবারো শুভ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি ❤
__________ ভালো থেকে প্রিয় __________
_________________________আল্লাহ হাফেজ । ❤❤❤
Comments
Post a Comment