বালক বা ছেলে স্বপ্নে দেখা ও ফলাফল

১. ছেলে বা বালক স্বপ্নে দেখার ব্যাখ্যা হল দূর্বল শত্রু, যার সূচনা হবে বন্ধুত্বের মাধ্যমে এবং পূর্ণতা লাভ করবে শত্রুতার মাধ্যমে ।

২. যদি কেউ স্বপ্নে কোন পুরুষ নিজেকে বালক হতে দেখে, তবে তার চক্ষুলজ্জা বা আত্মমর্যদাবোধ লোপ পাবে । আর উক্ত স্বপ্ন এ ইংগিতও করে যে, সে যে চিন্তা ফিকিরে লিপ্ত আছে, তা হতে মুক্তি পাবে ।

৩. যদি কেউ স্বপ্নে দেখে যে, কোন বাচ্চাকে কোলে উঠাচ্ছে, তবে রাজত্ব বা সরকারী কাজের তদবীর বা চিন্তা ফিকির করবে ।

৪. যদি কেউ স্বপ্নে দেখে যে, সে কোরআন বা আদব সম্পর্কীয় কিতাবাদি পড়ছে, তবে সে গুনাহ হতে তওবা করবে । [পূর্বাপর সম্পর্কহীন-অনুবাদক]

৫. যদি কেউ স্বপ্নে দেখে যে, তার কয়েকটি সন্তানাদি হয়েছে, তবে এটা তার চিন্তা ফিকিরের প্রতি ইংগিত করে, কেননা সন্তানাদির তরবিয়ত বা লালন-পালন দুঃখ-কষ্ট ছাড়া সম্ভব নয় ।

৬. বর্ণিত আছে, একজন লোক ইমাম ইবনে সীরিনের (রহঃ) নিকট এসে বলল, স্বপ্নে দেখেছি যে, একটি বাচ্চা আমার কোলে কাঁদছে, উত্তরে তিনি বললেন, সাবধান! মহান আল্লাহকে ভয় কর । লাঠির দ্বারা তাকে মারিও না ।

৭. কেউ বলেন, ছোট বাচ্চাদিগকে স্বপ্নে দেখা, হালকা ধরনের চিন্তা ফিকিরের প্রতি ইংগিত করে ।

Comments